ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই দফায় স্টাফ কোয়ার্টারে আগুন, ৮ ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২৫

বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ছয় দিনের ব্যবধানে দুই দফায় আগুন আটটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উদ্দেশ্যমূলকভাবে এসব অগ্নিসংযোগ করা হচ্ছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (২৪ মার্চ) রাত ৯টায় জেলার পৌরসভা এলাকার সিএমবি কলোনির স্টাফ কোয়ার্টারে দ্বিতীয় দফায় আগুন লাগে। এর আগে গত শুক্রবার (২২ মার্চ) একই কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সিএমবি কলোনিটিতে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের অনেক পুরোনো কর্মচারীরা বসবাস করতেন। ১৯৮৭-৮৮ সাল থেকে বসবাস করা কর্মচারীও ছিলেন। এর মধ্যে একজন অবসরে, একজন অন্য জেলায় বদলি হয়ে গেলেও তাদের পরিবার এই কলোনিতে বসবাস করছিলেন। চলতি মাসের ২২ মার্চ আরিফ, মো. মোসলিম ও হাসানের ঘরে আগুন লাগে। এদিকে সোমবার একই কলোনির ড্রাইভার জাকির হোসেন,বশির,দারোয়ান মোসলেম, কাদের ও সন্তোসের ঘর আগুনে পুড়ে যায়। এ নিয়ে ছয় দিনে দুই দফায় ৮টি বসতঘর আগুনে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত জাকির হোসেনের ছেলে মাসুদ পাটোয়ারী জানান, সোমবারের অগ্নিকাণ্ডে ঘটনায় তাদের বসতঘর পুড়ে গেছে। কে বা কারা কীভাবে আগুন দিচ্ছে বলতে না পারলেও বিষয়টিকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. মোসলিমের স্ত্রী খদিজা বেগম জানান, গত শুক্রবার তাদের একটি ঘর আগুনে পুড়ে গেছে এবং গতকালও অপর একটি ঘর পুড়ে গেছে। এ নিয়ে এক সপ্তাহে তাদের বসবাস করা দুইটি ঘর পুড়ে গেলো। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে উদ্দেশ্যমূলক অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি তার।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে। আগুনের কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

বিজ্ঞাপন

নয়ন চক্রবর্তী/এমএন/জিকেএস

বিজ্ঞাপন