ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভুট্টা ক্ষেতে মিললো জীবিত নবজাতক

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে একদিন বয়সী জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৯টায় সদর উপজেলায় জামালপুর ইউনিয়নে মহেসালী গ্রামে এ ঘটনা ঘটে।

নবজাতক উদ্ধারকারী শানু আক্তার জানান, সকালে জমিতে কাজ করতে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়, হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। একটু ভেতরে গিয়ে তিনি দেখেন একটি মেয়ে নবজাতক কান্না করছে। এরপর তাকে উদ্ধার করে তিনি বাসায় নিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, বাচ্চাটির বাবা-মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে। যদি এর আসল বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়, তবে তাদের কাছে হস্তান্তর করা হবে। না হয় শিশুটিকে যিনি নিজের কাছে রাখতে ইচ্ছুক তাকে বিবেচনায় নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান বলেন, শিশুটি প্রাথমিকভাবে সুস্থ বলেই মনে হয়েছে। তবে যেহেতু দীর্ঘ সময় সে খালি গায়ে মাটিতে পরেছিল তাই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তানভীর হাসান তানু/জেডএইচ/এমএস

বিজ্ঞাপন