ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে যুবদল সভাপতির জানাজায় মানুষের ঢল

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৪ মার্চ ২০২৫

রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বারের (বাবু) জানাজা রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় নেতাকে শেষবিদায় দিতে হাজির হন হাজারো নেতাকর্মী।

জানাজায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ হাজার হাজার নেতাকর্মী। এদিন দুপুর থেকেই দূরদূরান্তের মানুষ আসতে থাকেন কলেজ মাঠে। কারও হাতে ফুলের তোড়া, বুকে শোকের কালো ব্যাজ। ইসলামিয়া কলেজ মাঠ ভরে যায় মুসল্লিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে যুবদল সভাপতির জানাজায় মানুষের ঢল

রোববার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে ৪৮ বছর বয়সী এই যুবদল নেতার মৃত্যু হয়। এরপর অ্যাম্বুলেন্সে সন্ধ্যায় মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরের নিজ বাড়ি হোসেনপুরে আনা হয়। জানাজা শেষে পৌর শহরের মালশাপাড়া কবরস্থানে মির্জা আব্দুল জব্বার বাবুকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রায় দুই মাস আগে বাবু ভাইরাসজনিত একটি রোগে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে সকল শ্রেণি-পেশার মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবে মির্জা আব্দুল জব্বার বাবু। তিনি খুবই বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন। মনেপ্রাণে বিএনপির রাজনীতি করতেন। শুধু তাই না, জেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ছিল তার সরাসরি সংযোগ। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

এম এ মালেক/এফএ/জিকেএস

বিজ্ঞাপন