ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৩ মার্চ ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নতুন বাজার খেলারমাঠ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতরা হলেন একই উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে মোটরসাইকেলটি চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অন্তত। এসময় পেছনে বসে ছিলেন রাসেল। ১টার দিকে নতুন বাজার খেলারমাঠ সংলগ্ন স্থান পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত।

এসময় রাসেলসহ সড়কে থাকা আরও একজন আহত হন। তাদের মধ্যে রাসেলকে গুরুতর অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ওসি কামাল হোসেন বলেন, অন্ততের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

বিজ্ঞাপন