ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সমুদ্রে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৭

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২২ মার্চ ২০২৫

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে সমুদ্র এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মার্চ) রাত ২টার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে ইঞ্জিন রুমে ব্যাগের মধ্যে বিশেষভাবে লুকায়িত ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে সাতজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

তিনি আরও বলেন, আটক মাদকপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম

বিজ্ঞাপন