চোরাই পণ্য লেনদেন করতে গিয়ে গুলিবিদ্ধ দুই যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্য লেনদেন করতে গিয়ে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন মিয়ানমারের নাগরিক বলে জানা যায়।
শুক্রবার (২১ মার্চ) রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আহত জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. নূর হোসাইন (২৭)। তবে নূর হোসাইন মিয়ানমারের নাগরিক বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পথে মিয়ানমার থেকে চোরাচালানে যুক্ত ছিলেন। গতকালও তারা চোরাই পণ্য লেনদেন করতে ওই এলাকার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেন। সেখানে আগে থেকে অবস্থান করা আরকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বাম পায়ের দুই স্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। নূর হোসেনও আহত হন আংশিক। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জাহাঙ্গীরকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করালেও নূর হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়ার পর কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।
বিজ্ঞাপন
নয়ন চক্রবর্তী/জেডএইচ/জেআইএম
বিজ্ঞাপন