শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুক্রবার (২১ মার্চ) সকালে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জাগো নিউজকে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার ‘মা মঞ্জিলে’ বাসা ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যান। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিংকে আটক করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরে শেষে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম
বিজ্ঞাপন