ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামের মিরসরাই

সবজিতে স্বস্তি থাকলেও বেড়েছে চালের দাম

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০২:১৩ পিএম, ২১ মার্চ ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে সবজির দামে স্বস্তি রয়েছে। শীত মৌসুম শেষে সামান্য বাড়লেও তা সহনীয়। কিন্তু কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার পরও কমছে না চালের দাম। শুক্রবার (২১ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

উপজেলার মিঠাছরা ও বড়তাকিয়া বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ২-৩ টাকা বেড়ে মোটা চাল ৫৩-৫৬, পাইজাম ৫৫-৫৮ টাকায় বিক্রি হচ্ছে। বিআর-২৮ বা মাঝারি চাল কেজিতে ২-৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে চিকন চালের; সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়ে ৮৫ টাকা হয়েছে। উচ্চাভিলাষী চাল হিসেবে খ্যাত কাটারি ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮৮-৯০ টাকায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সবজির বাজারে প্রতিকেজি বেগুন ৬০-৭০, শসা ৪০-৫০, কাঁচামরিচ ৩৫-৪০, চিচিঙ্গা ৩০-৪০, টমেটো ১৫-২০, আলু ২০-২৫, ঢেঁড়স ৪০-৫০, করলা ৬০-৭০ টাকা। তবে লেবুর দাম এখনো কমেনি। একটু বড় সাইজের লেবুর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মাঝারি সাইজের প্রতি হালি লেবু ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজিতে স্বস্তি থাকলেও বেড়েছে চালের দাম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দাম বেড়েছে ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে ১০-১৫ টাকা বেড়ে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০-১৯৫ টাকায়, যা গেল সপ্তাহে ছিল ১৮০। কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

মাছের বাজারে এক কেজি সাইজের রুই বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা, পাবদা ৩৩০-৩৫০, তেলাপিয়া ১৮০-২০০, ছোট সাইজের পাঙাশ ১৭০-১৮০ ও বড় ১৮০-২০০ টাকা।

বিজ্ঞাপন

বড়তাকিয়া বাজারে আসা মামুন নামে একজন ক্রেতা বলেন, এবার সবজির দাম নিয়ে মানুষ সন্তুষ্ট। পাশাপাশি আলু-পেঁয়াজের দামও সহনীয়। কিন্তু চাল-তেলের দাম কমাতে ব্যর্থ হলে বুঝতে হবে দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই। তাই সরকারকে করপোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে।

মিরসরাই সদরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আমরা খুচরা ব্যবসায়ী। আমাদেরটা হলো দুই থেকে পাঁচ টাকার ব্যবসা। আমরা কমে পেলে কমে বিক্রি করতে চাই। পাড়া প্রতিবেশীদের বেশি দাম বলতেও আমাদের খারাপ লাগে। এছাড়া আমাদের কাস্টমার ধরে রাখতে হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য আমরা নিয়মিত মনিটরিং করছি। জরিমানা করা হচ্ছে। প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

বিজ্ঞাপন