ভোলায় বাঁধের কাজ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ভোলায় বেড়িবাঁধে জিও ব্যাগের কাজ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. রাশেদ (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত রাশেদ ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহমানপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজ চলছিল। সেখানে জিও ব্যাগের কাজ করা নিয়ে সোহান সোহাগ বদ্দার ও গিয়াস উদ্দিন মিঝির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে সোহান সোহাগ বদ্দার ও রাশেদসহ কয়েকজন সেখানে গেলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা বাধে। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে রাশেদসহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হন। এর মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ এখনো কেউ করেনি। তবে আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি।
বিজ্ঞাপন
জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম
বিজ্ঞাপন