বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
নান্দাইলে কলেজ মাঠে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করে সেটি প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ মার্চ) রাত ১০টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। আর কোনো মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা নেই। তাই রাত ১০টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে এদিন সন্ধ্যায় নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপরদিকে একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। বিকেল চারটার পর দুই পক্ষের উত্তেজনার এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল ও ককটেলসহ গুলির ঘটনা ঘটে। এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা আবু হুরায়রা, একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া লাদেন মিয়া নামে এক যুবদল নেতাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় বিকেল পাঁচটায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
১১ বছর পর গত ১৩ ফেব্রুয়ারি ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্যসচিব ও মিজানুর রহমান লিটনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ১১২ জনকে সদস্য করা হয়।
বিজ্ঞাপন
এরপরই এই কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পদবঞ্চিত একটি পক্ষ। একের পর এক করা হচ্ছিল বিক্ষোভ। এরইমধ্যে বুধবার ঘটে সংঘর্ষের ঘটনা।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম
বিজ্ঞাপন