ফরিদপুরে চিকিৎসকের ওপরে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফরিদপুরে চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ও জেলা ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুত্তাকিন পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ফাইন ফয়সালের নেতৃত্বে একটি দল মুস্তাকিমকে গ্রেফতার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে৷ এ ঘটনায় তখন জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এন কে বি নয়ন/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী