ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী সুধাংশু

ইমরান হাসান রাব্বী | শেরপুর | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৭ মার্চ ২০২৫

শারীরিক প্রতিবন্ধকতা কখনো জীবনের পথচলা থামিয়ে দিতে পারে না—তার বাস্তব উদাহরণ সুধাংশু সূত্রধর। জন্ম থেকে স্বাভাবিক থাকলেও তিন বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দুই পা অবশ হয়ে যায় তার। তখন থেকেই শুরু হয় জীবনযুদ্ধ। চলাফেরা তো দূরের কথা, বাইরে বের হওয়াই ছিল কঠিন। কিন্তু হেরে যাননি তিনি। মনের জোর আর কঠোর পরিশ্রমে নিজেকে গড়ে তুলেছেন স্বাবলম্বী এক কারিগর হিসেবে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকেন কাঠের আসবাবের নকশা তৈরির কাজে।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া মহল্লার বাসিন্দা সুধাংশু (৩৮)। বাবা হরি মোহন সূত্রধর ছিলেন একজন কাঠমিস্ত্রি। ছোটবেলায় বাবার হাত ধরে দোকানে যেতেন, এক জায়গায় বসে বসে কাঠের নকশার কাজ দেখতেন। ধীরে ধীরে বাবার কাজে সহায়তা করতে শুরু করেন, শিখে নেন কাঠের নিখুঁত নকশা তৈরির কৌশল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০১ সালে বাবা মারা যাওয়ার পর মাত্র ১৪ বছর বয়সে সংসারের দায়িত্ব এসে পড়ে সুধাংশুর কাঁধে। বাবার ভাড়া করা দোকানেই কাজ শুরু করেন তিনি। সামান্য যা আয় হতো, তা মায়ের হাতে তুলে দিতেন। সেই সময় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় একটি হুইলচেয়ার পান। ছোট ভাই সুব্রতের সহায়তায় সেই হুইলচেয়ারে করেই দোকানে যাতায়াত শুরু করেন সুধাংশু।

বর্তমানে ছোট্ট একটি দোকানেই নিজের কারুকাজ চালিয়ে যাচ্ছেন। ঘরের ভেতর রয়েছে কাঠের নকশার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রতিটি খাটের নকশা করতে সময় লাগে দুই দিন, আর পারিশ্রমিক পান ৫০০ -৬০০ টাকা। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এখন অনেকেই ডিজিটাল মেশিনের সাহায্যে নকশার কাজ করিয়ে নেন, ফলে হাতে করা কাজের চাহিদা কিছুটা কমে গেছে। তাই তিনিও একটি ডিজিটাল মেশিন কেনার কথা ভাবছেন, কিন্তু দেড় লাখ টাকা মূল্যের মেশিন কেনার সামর্থ্য তার নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী সুধাংশু

বয়স ৩৮ হলেও এখনো বিয়ে করেননি। এ প্রসঙ্গে তিনি হাসিমুখে বলেন, সারাদিন তো কাজ নিয়েই ব্যস্ত থাকি, মা অসুস্থ। বিয়ে নিয়ে ভাবার সময় কই। কপালে থাকলে একদিন হবেই।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রবীন্দ্রনাথ দাস বলেন, সুধাংশু ভাই আমাদের জন্য একটা অনুপ্রেরণা। আমরা অনেক শারীরিকভাবে সুস্থ মানুষও যেখানে অলস জীবন কাটাই, সেখানে তিনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে চলেছেন। তার মতো মানুষের জন্য কিছু করা উচিত।

নালিতাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল হক বলেন, প্রতিবন্ধকতা বাধা হতে পারে না, যদি ইচ্ছাশক্তি থাকে। সুধাংশু তার জীবনের গল্প দিয়ে সেটাই প্রমাণ করেছেন। তার এই সংগ্রাম অন্যদের জন্য দৃষ্টান্ত।

সুধাংশুর মা মিনতি চন্দ্র সূত্রধর আবেগাপ্লুত হয়ে বলেন, এক সময় ভাবতাম, আমার ছেলে কীভাবে বাঁচবে। কিন্তু আজ সে নিজের চেষ্টায় সংসার চালাচ্ছে। তার বাবা বেঁচে থাকলে দেখে খুব খুশি হতেন।

বিজ্ঞাপন

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/এমএস

বিজ্ঞাপন