২০ টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

লালমনিরহাটের হাতিবান্ধায় ২০ টাকার নোটের প্রলোভনে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা হাতীবান্ধা থানায় ধর্ষণ মামলা করেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ঘটনায় জহুরুল মোল্লা ওরফে সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী শিশুদের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ২০ টাকার নোট দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে সবাই ছুটে এলে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার মামলার এজাহার দিয়েছে। ভুক্তভোগী শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জহুরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে এক শিশুকে ভর্তি করা হয়েছে। ওই শিশুর সাথে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
মো. রবিউল হাসান/এমএন/এএসএম
বিজ্ঞাপন