খাবারের গোডাউনে তেলাপোকা-ইঁদুর, জরিমানা ৩ লাখ

খাদ্যদ্রব্যের গোডাউনে তেলাপোকা ও ইঁদুর পাওয়া যাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর বাজারে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মা স্টোর মালিক মো. সেলিমকে ২ লাখ টাকা, সবুজ স্টোরের মালিক মো. সবুজকে ১ লাখ ও আশরাফুল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা হয়। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়।
এই তিন প্রতিষ্ঠান নিম্নমানের অনুমোদনহীন পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুত, শিশুদের জন্য তৈরিকৃত নিম্নমানের ভেজাল পণ্য মজুত ও বিক্রি করে আসছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধুর চক্রবর্তী ও কমলনগর উপজেলা খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন প্রমুখ।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কাজল কায়েস/জেডএইচ/জিকেএস
বিজ্ঞাপন