চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে ৫ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে ককটেলগুলো উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকেল ৫টার দিকে খবর পেয়ে সরকারি কলেজের শহীদ মিনারের পেছন থেকে একটি ব্যাগে থাকা পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এগুলো উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে বলে জানান ওসি।
সোহান মাহমুদ/জেডএইচ/এএসএম
বিজ্ঞাপন