ভোলায় লঞ্চের পাখা পরিষ্কারের জন্য নদীতে নেমে মেকানিক নিখোঁজ
ভোলার বোরহানউদ্দিনে লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে তাজুল ইসলাম (৩৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পৌর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি এমভি মানিক-১ এর ইঞ্জিন মেকানিক এবং লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ওই লঞ্চের লঞ্চের সেকেন্ড মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, তাদের লঞ্চটি মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসে। আসার পথে নদীতে পাখায় জেলেদের জাল পেঁচিয়ে যায়। পরে ওই জাল পরিষ্কার করার জন্য তাজুল ইসলাম নদীতে নামেন। এক পর্যায়ে তিনি নিখোঁজ হন। পরে তাকে নদীতে নেমে লঞ্চের অন্যান্য স্টাফরা খোঁজাখুঁজি করেন। না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি খবর দিয়েছি। রাতে তারা বোহানউদ্দিনে আসবে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী