কুমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ককে অপসারণ দাবিতে মানববন্ধন
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারহানা আক্তারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী নার্সিং কর্মকর্তারা।
বুধবার (৫ মার্চ) হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারহানা আক্তার। তিনি হাসপাতালের কর্মরত নার্সদের বিভিন্নভাবে হয়রানি ও নাজেহাল করে আসছেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হাসপাতালে কর্মরত নার্সরা।
এসময় বক্তব্য রাখেন কুমেক হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান আলী খান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিনা রানী বণিক, সিনিয়র স্টাফ নার্স ক্রিস্টিনা লাভলী গাংগুলি প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করেও হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারহানা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই যুবকের
- ২ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
- ৩ স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তারেক রহমানের পরিচয় ‘রাজনৈতিক কর্মী’
- ৪ সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
- ৫ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০