দশমিনায় বিরল প্রজাতির ডলফিনের মৃত্যু
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীর শাখা নেহালগঞ্জ খালে একটি ডলফিন ধরা পড়েছে। সোমবার সকালে নাসির সরদারের জালে প্রায় ৯ ফুট দৈর্ঘ এ ডলফিনটি ধরা পড়ে। তবে কিছুক্ষণ পরেই ডলফিনটি মারা যায়।
ডলফিনটির ওজন প্রায় ৯ মণ। পরে উপজেলা প্রশাসন এটিকে দশমিনা উপজেলা সদরে নিয়ে আসে। সেখানে শত শত উৎসুক জনতা ডলফিনটাকে দেখতে ভিড় করে।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহারুল ইসলাম বলেন, স্থানীয়রা এটিকে ডলফিন বললেও এটি ডলফিনের কোন প্রজাতির অন্তর্ভূক্ত তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানুর সময়ে নদী ও খালে উচ্চ জোয়ারের পানি প্রবেশ করায় ডলফিনটি বড় নদী থেকে খালে এসে আটকা পড়ে।
এমএএস/পিআর