সমুদ্রে ধাওয়া করে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ কারবারিকে আটক

অপারেশন ডেভিল হান্টের আওতায় কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারকালে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড ও র্যাব বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করে।
আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। আটক বোটটি তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আটকরা হলেন- টেকনাফের মো. কামাল হোসেন (৩৫), মো. নূরুল হাকিম (৩৭), মো. জাহিদ হোসেন (২৯), মো. আব্দুর রহিম (১৮), পটুয়াখালী কলাপাড়ার মো. করিম (৫০) এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য মো.একরামুল্লাহ (২২)।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম/এমকেআর
বিজ্ঞাপন