ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি

রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পবা উপজেলার বায়া এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে তারা এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় কৃষকরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করেছেন কোল্ড স্টোরেজ মালিকরা।

রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাষিরা জানান, আগে প্রতি বস্তা আলু রাখতে ২৫৫ টাকা লাগতো। এখন তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া দ্বিগুণ করায় লোকশানে পড়তে হবে। আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজ মালিক পক্ষ ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

আন্দোলনরত কৃষক মজিদ আলী বলেন, এবার আলুর ফলন বেশি হয়েছে। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে অনেক ক্ষতি হবে। তাই সরকারের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আরেক চাষি মিজানুর রহমান বলেন, আমাদের সব দিকে লোকসান। দেওয়ালে পিঠ ঠেকে গেছে; তাই রাস্তায় নেমেছি।

রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ

চাষি নাজির আলী বলেন, এবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়েনি। তারা সিন্ডিকেট করে ভাড়া বাড়াচ্ছে। এটা আমরা মানবো না।

বিজ্ঞাপন

এ সময় আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে অবস্থান কর্মসূচির পাশাপাশি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সাখাওয়াত হোসেন/এএইচ/এমএস

বিজ্ঞাপন