ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুর বার নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়নি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাহাঙ্গীর আলম কাশেম সভাপতি ও মুহা. কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর পদগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সিরাজুল হক আকন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি ড. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক এইচ এম লোকমান হোসাইন, লাইব্রেরি সম্পাদক জাকির হুসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ এবং সাখাওয়াত হোসেন মোল্যা, মাহবুবুর রহমান খান স্বপন, জাকির হোসেন তালুকদার জয়নাল আবেদীন ও মুনিরা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে লাইব্রেরি বিষয়ক সম্পাদক জাকির হুসাইন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী। বাকি সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কমিশন সূত্রে জানা যায়, বুধবার ছিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ। ১৫টি পদে মনোনয়নপত্র আহ্বান করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। তবে নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র জমা দেননি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইনজীবীরা।

জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আবু হানিফ মিয়া বলেন, আমাদের কেউ মনোনয়নপত্র দাখিল করেনি।

বিজ্ঞাপন

কেন মনোনয়নপত্র জমা দেননি জানতে চাইলে তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে না থাকায় আমাদের ফোরামের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

বিজ্ঞাপন