ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৭ মে ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অাগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীর।   

ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিসটেন্ট ডাইরেক্টর ছালেহ আহমেদ জানান, ১৩ সদস্য টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ জানতে চাইলে তিনি জানান,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন অফিসার বেলাল জানান, ছয় তলার বাথরুমের পাশের একটি রুমে কাগজ ছিল। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

এর আগে অগ্নিকাণ্ডের শুরুতে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম জানান, নতুন ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।  

এদিকে মুরাদ নামের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, সকালে ভবনটিতে তালা লাগানো ছিল। তাই ফায়ার সার্ভিসের কর্মীদের তালা ভেঙ্গে ভবনের ভেতরে প্রবেশ করতে একটু দেরি হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে বলে জানান তিনি।   

এএইচ/পিআর

আরও পড়ুন