ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির নতুন সংগঠন ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:১৬ এএম, ০৮ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। প্রতিরক্ষা, স্বনির্ভরতা এবং জাতীয় স্বার্থকে মূলনীতি ধরে সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন নেতারা।

সীমান্তে কিশোরী ফেলানী হত্যার স্মৃতিকে ধারণ করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজু ভাস্কর্যে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয় ,আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা বারবার নানা ধরনের আগ্রাসনের শিকার হয়েছে। রাজনৈতিক আধিপত্যবাদ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক দখলদারিত্ব এবং সীমান্তে অমানবিক হত্যাকাণ্ড আমাদের জাতিকে বারবার রক্তাক্ত করেছে। এসব আঘাত আমাদের স্বপ্নময় ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করেছে।

এতে আরও বলা হয়, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নির্মমভাবে কিশোরী ফেলানীকে হত্যা করা হয়। কাঁটাতারে ঝুলে থাকা তার নিথর দেহের ছবি আমাদের জাতিকে চিরদিনের জন্য লজ্জিত ও ব্যথিত করে রেখেছে। আজও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা আমাদের জাতীয় আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের ওপর এক গুরুতর আঘাত।

এসময় সংগঠনটির লক্ষ্য ও অঙ্গীকার হিসেবে পাঁচ দফা উল্লেখ করা হয়। দফাগুলো হলো—সীমান্ত হত্যার অবসান, রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াই, সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ এবং জাতীয় ঐক্যের ভিত্তি রচনা।

এমএইচএ/এসআর