ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জাবি শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম, শাহান ভুইয়্যা, আদনান করিম, তরুণ, সাদিকুল ইসলাম, এসএম আমিনুল ইসলাম, মোসাদেকুর রহমান, আবিদুর রহমান, আলী আরাফাত খান প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ যুক্তরাজ্য যাচ্ছেন।

সৈকত ইসলাম/এএইচ/এমএস