ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সেনা পল্লী হাইস্কুলের পুনর্মিলনী ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

ঢাকার সেনা পল্লী হাইস্কুলের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সবাইকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পুনর্মিলনী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সবাইকে সেনা পল্লী হাই স্কুলের সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সেনা পল্লী হাইস্কুলের (এসএএসএস) সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে অনলাইনে অথবা মশিউর রহমান মামুন, ডাক্তার মোস্তাফিজুর রহমান শিপু, কায়সার ভুঁইয়া, শামীমের মোবাইল নম্বরে যোগাযোগ করেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১,০০০ টাকা।

সব ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এ আনন্দপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের পথচলায় স্কুলটির যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটবে।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস