পেছন থেকে ট্রাকের ধাক্কা, প্রাণে বেঁচে গেলেন চবি উপাচার্য
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামী এলাকার লিংক রোডে চবি উপাচার্যকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তিনি সুস্থ আছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগাদানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহনকারী সাদা পাজেরো গাড়িতে করে শহরে যাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে নগরীর বাইজিদ বোস্তামী এলাকার লিংক রোডে পৌঁছাতেই দুর্ঘটনার কবলে পড়েন। একটি বড় ট্রাক তার গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। বিকল হয়ে যায় উপাচার্যকে বহনকারী গাড়ি। তবে উপাচার্যের কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসের উদ্দেশ্য রওয়ানা দেন।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘দুর্ঘটনায় উপাচার্যের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি নষ্ট হয়ে গেছে। একটা ট্রাক উপাচার্যের গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে উপাচার্য প্রাণে বেঁচে গেছেন। তিনি ক্যাম্পাসে ফিরে আসছেন।’
এসআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ২ পেছন থেকে ট্রাকের ধাক্কা, প্রাণে বেঁচে গেলেন চবি উপাচার্য
- ৩ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ৪ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৫ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা