ইসলামী বিশ্ববিদ্যালয়
ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়ালেন শিক্ষার্থীরা
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
এই শিক্ষার্থীরা হলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিভাগ দুটির মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হয়। খেলার শুরু থেকেই স্লেজিংকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। নির্দিষ্ট সময়ের খেলাতে উভয় পক্ষের ১-১ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারের সময় স্লেজিংকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উভয় বিভাগের শিক্ষকরা পরিস্থিতি শান্ত করেন। খেলা শেষে দুই পক্ষ তাদের নিজ নিজ বিভাগে ফিরে যান।
পরবর্তীতে ক্যাম্পাসের ঝাল চত্বরে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী একে অপরের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনা দেখা দেয়। পরে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে মারামারিতে জড়ায় দুই পক্ষ। লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যান ও মারধরের ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারামারিতে ইইই বিভাগের উমর ফারুক, নাজমুস সাকিব, মাহফুজ এবং ফলিত রসায়ন বিভাগের ইমন, আশিক, রাকিব আহত হন।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীদের দাবি, খেলার সময় ইইই বিভাগের শিক্ষার্থীরা ফলিত রসায়ন বিভাগের সভাপতির গায়ে ধাক্কা দেন। এ বিষয়ে সভাপতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাতে ঝাল চত্বরে গেলে তাদের সঙ্গে বাজে আচরণ করেন। পরবর্তীতে অন্যদের খবর দিলে তারা লাঠি নিয়ে এসে ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন।
অন্যদিকে ইইই বিভাগের শিক্ষার্থীদের দাবি, ফলিত রসায়ন বিভাগের জুনিয়র এক শিক্ষার্থী মাঠে ইইই বিভাগের সিনিয়রদের সামনে বাজেভাবে স্লেজিং করতে থাকলে সিনিয়ররা প্রতিবাদ করেন। এনিয়ে ফলিত রসায়ন বিভাগের অন্যরা ইইই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরবর্তীতে ক্যাম্পাসের ঝাল চত্বরে বসে থাকা অবস্থায় ইইই বিভাগের জুনিয়র কয়েকজনকে ফলিত রসায়ন বিভাগের কয়েকজন এসে হুমকি দেন। তখন ইইই বিভাগের অন্যরা এসে হুমকি কেন দেওয়া হয়েছে জিজ্ঞাস করলে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ আল রেজা বলেন, খেলার মাঠের ঘটনা সেখানে শেষ হলেও পরে ইইই বিভাগের শিক্ষার্থীরা লাঠি নিয়ে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে। যেহেতু সবাই আমাদেরই শিক্ষার্থী তাই আমাদের চাওয়া বিষয়টির সুষ্ঠু সমাধান হোক। সেই সঙ্গে এমন ঘটনা আর না ঘটুক।
ইইই বিভাগের সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, প্রক্টরিয়াল বডি উভয় পক্ষকে নিয়ে আলাদাভাবে বসেছিল। প্রাথমিক সমাধান হয়েছে। সোমবার আবারও দুই পক্ষকে বসাবো।
এর আগে ২ ডিসেম্বর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের মধ্যকার খেলায় শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। এতে উভয় বিভাগের কয়েকজন আহত হন। পরে দুই বিভাগের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করেন।
মুনজুরুল ইসলাম/জেডএইচ/জেআইএম