ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে উপাচার্য কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাবি | প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় উপাচার্য কোটা বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অন্য দাবিগুলো হলো, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক সমাজ গঠনের লক্ষ্যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম। কিন্তু প্রশাসন আমাদের মৌখিক আশ্বাস দিলেও কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে, চলমান থাকবে।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগরে যখন প্রথম কোটা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলা হলো তখন অন্যান্য ক্যাম্পাসগুলোতে কোটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে। তার মানে এটা শুধু আমাদের দাবি না, এ দাবি আপামর ছাত্রসমাজের। আমরা অনেকদিন থেকে আন্দোলন করে যাচ্ছি কিন্তু প্রশাসন আমাদের কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি।

শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন, ইতিহাস বিভাগের ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) শাকিল আলী প্রমুখ।

সৈকত ইসলাম/আরএইচ/জেআইএম