ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চারদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রোরেল স্টেশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চার দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ এ তথ্য জানান।

ঢাবি প্রক্টর বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সেখানে অংশ নিয়েছিলাম। আমরা বিশেষ এই দিনগুলোতে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে তাদের এই চারদিন ঢাবি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার দাবি জানিয়েছি। তারা আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছে।

এমএইচএ/কেএসআর/জেআইএম