শিক্ষকদের চাপে বেরিয়ে গেলো শাবিপ্রবিও, গুচ্ছ ভর্তিতে ফের ‘সংশয়’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় নির্ধারিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ভর্তি কমিটিতে এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজ বৈঠক করেছি। আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
এর আগে শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেলে বাকি ২৩টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। শিগগির গুচ্ছ ভর্তির কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করা হবে।
তবে যবিপ্রবি উপাচার্যের এমন বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই শাবিপ্রবি গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় ফের গুচ্ছ ভর্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এএএইচ/এসএএইচ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ প্রেমিককে ভিডিও কলে রেখে জাবির হলে ফাঁস নিলেন ছাত্রী
- ২ যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে
- ৩ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
- ৪ জবিতে ভর্তিযুদ্ধে অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর আবেদন
- ৫ একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে