ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১০ এএম, ০৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমাদের সংকট হলো শিক্ষার সংকট। শিক্ষার যদি সংস্কার না হলে বারবার দিল্লির আনুগত্য মেনে নিতে হবে। তাই শিক্ষার সংস্কার জরুরি। শিক্ষায়, ছাত্ররাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার আদায়ে। এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয় তাহলে সেই ছাত্ররাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না। ছাত্রলীগের মতো রাজনীতি থেকে বের হতে না পারলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে না। আর যদি ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেই রাজনীতি ছাত্ররা গ্রহণ করবে। সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে শিক্ষার অধিকার, নাগরিকের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা অধিকারের বিষয়ে সচেতন না হলে আমাদের বারবার আগস্টের মতো নির্যাতনের শিকার হতে হবে।

ছাত্র সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিগত ৩০ বছরে শুধু ঢাবিতে একটা ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, তাহলে কীভাবে আমাদের নেতৃত্ব তৈরি হবে? আমাদের সংস্কার শুরু হবে ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে। ঐক্যের জন্য সবচেয়ে বেশি জরুরি ছাত্র সংসদ নির্বাচন। আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই, আর সেটি হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন। ক্যাম্পাসে ছিল মাদক, নারী; শিক্ষার কোনো পরিবেশ ছিল না। ক্যাম্পাসে সুষ্ঠু ফিরিয়ে আনতে নির্বাচিত ছাত্রসংসদ আনতে হবে।

এসময় তিনি পিলখানা হত্যার বিচার চেয়ে বলেন, পিলখানা হত্যার বিচার এখনও হয়নি। ৭৪ জনকে ৩৬ ঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে, তার বিচার করা হবে। শাপলা চত্বরে যেসব মাদরাসা ছাত্রকে হত্যাকরা হলো তাদের বিচার করতে হবে। ২৪ সালের গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে ছাত্র-জনতার ঐক্য প্রয়োজন।

এর আগে সভায় উদ্বোধকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এই জাতি যতদিন টিকে থাকবে, ততদিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহ তায়ালার কাছে করছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এ সময় অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএএস/ইএ