শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ইউনেস্কোর ২৭৬ কোটি টাকা অনুদান
শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ২ কোটি ৩ লাখ ডলার অনুদান দিয়েছে ইউনেস্কো। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২৭৬ কোটি টাকা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ইউনেস্কোর সঙ্গে একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের স্বাস্থ্য সচেতন স্কুল (এইচপিএস) প্রোগ্রামের অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগটি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণ উন্নত করতে শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সচেতনতা সংযোজনের লক্ষ্যে কাজ করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রধান ও প্রতিনিধিত্বকারী সুসান ভাইজ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইআরডির সচিব, ইউএন উইং প্রধান, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীদারদের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এইচপিএস প্রোগ্রামটি স্কুল স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য ইউনেস্কোর একটি বৈশ্বিক উদ্যোগের অংশ। বাংলাদেশ এবং হন্ডুরাসকে অগ্রাধিকারভুক্ত দেশ হিসেবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। ইউনেস্কোর ২১টি সদস্য রাষ্ট্রে পরিচালিত কাজের ভিত্তিতে, এই প্রোগ্রাম স্কুলের স্বাস্থ্য কাঠামোকে শক্তিশালী করবে, যেমন: বুলিং ও সাইবারবুলিং প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষার পরিবেশ প্রচার।
এই উদ্যোগ বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামজস্যপূর্ণ এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি ৪ (গুণগত শিক্ষা) অর্জনে সহায়তা করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং অন্যান্য অংশীদারদের সম্পৃক্ত করে প্রোগ্রামটি একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও স্বাস্থ্য সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য সবার যৌথ দৃষ্টিভঙ্গিকে তুলে ধরবে। ইউনেস্কো আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে, যার মাধ্যমে স্কুল স্বাস্থ্য নীতিমালা এবং সুস্পষ্ট ফলাফল অর্জনের জন্য তাদের বৈশ্বিক দক্ষতা কাজে লাগানো হবে। এইচপিএস প্রোগ্রাম মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা, বিদ্যালয়ে সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে নিশ্চিত করবে।
এমওএস/এসএনআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে কোনো বিশ্ববিদ্যালয় দাঁড়াতে পারবে না
- ২ গঠনতন্ত্র সংস্কার করে অবিলম্বে ডাকসু নির্বাচন দাবি ছাত্র মৈত্রীর
- ৩ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা শুক্রবার
- ৪ জাবিতে বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন
- ৫ আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে মানববন্ধন