ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এই নবীনবরণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সিনিয়র লাইব্রেরিয়ান ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এ এন এম সাব্বির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিভাগীয় অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী ও ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মাশিয়াত তাবাসুম বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে তাসনিম আলম আসফি ও নিত্যানন্দ বর্মা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জ্ঞানচর্চা না থাকলে বিশ্ব সভ্যতার বিকাশ ও উৎকর্ষসাধন স্থবির হয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অনেক অবদান রয়েছে। সার্টিফিকেট অর্জনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করে নিজেদের শাণিত করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং পরমতসহিষ্ণু ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।
এমএইচএ/এমআইএইচএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বেড-আসবাবপত্র সংকট সমাধানে ছাত্রদলের স্মারকলিপি
- ২ এইচআর ম্যানেজমেন্টে বৈপ্লবিক পরিবর্তন আনতে ‘ট্যালেন্ট লেন্স হাব’
- ৩ ১০ বছরেও উন্নতি হয়নি শেকৃবির সিড টেকনোলজি ইনস্টিটিউটের
- ৪ শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ইউনেস্কোর ২৭৬ কোটি টাকা অনুদান
- ৫ হাইকমিশনে হামলা ও মমতার বক্তব্য প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল