জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পোষ্য কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
অন্য দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এবং উপাচার্য কোটা বাতিল করা।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাউসার আলম আরমানের সঞ্চালনায় মানববন্ধনে ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘ভর্তি পরীক্ষায় মাত্র ২৬ নম্বর পেয়ে পোষ্য কোটাধারীরা ভর্তির সুযোগ পাচ্ছে। জাহাঙ্গীরনগরে এমন বৈষম্য চলবে না। যদি পোষ্য কোটা রাখতে হয়, তবে সেটা যৌক্তিক সংস্কার করতে হবে। কেননা পোষ্যরা জাহাঙ্গীরনগরের পরিবেশে বেড়ে ওঠে, ক্যাম্পাসের সব বিষয়ে তাদের আগে থেকেই ধারণা থাকে। ফলে ভর্তির পর অধিকাংশ পোষ্য মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেটে জড়িয়ে পড়ে, সব ধরনের অপকর্মে তাদের হাত থাকে।’
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হওয়া উচিত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আসন্ন ভর্তি পরীক্ষার আগেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, অন্যথায় আপনাদের হটাতে বাধ্য হবো।’
সৈকত ইসলাম/এএইচ/জিকেএস