ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর: মধ্যরাতে ইবিতে বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:২১ এএম, ২৮ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের গাড়ি দুর্ঘটনার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিক্ষোভে শিক্ষার্থীদের ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, সার্জিস-হাসনাতের ওপর হামলা কেন, জবাব চাই দিতে হবে’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, হাসিনার বিরুদ্ধে লড়াইরত সকল ছাত্র সংগঠন মিলে সংহতি সপ্তাহ চলছে। ঠিক সেই সময়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে ট্রাক দিয়ে হামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুনজুরুল ইসলাম/এমআইএইচএস