ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবির পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে হলটির উদ্যোগে এ মাছের পোনা ছাড়া হয়। এসময় প্রায় ১০০ কেজি মাছ ও পোনা অবমুক্ত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সেলিম রেজা, এস্টেট শাখার প্রধান মো. আলাউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইবির পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্ত

উপাচার্য পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করেন। পরে প্রায় ১০০ কেজি মাছ ছাড়া হয়। পানির স্তর বিবেচনা করে রুই, কাতলা, শিং, কই ও কারপিও প্রজাতির মাছ ছাড়া হয়েছে।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, পুকুরে যে মাছগুলো ছাড়া হলো এগুলো বড় হওয়া পর্যন্ত সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। পুকুরও পরিষ্কার রাখতে হবে। এজন্য চারপাশে যে ময়লা-আর্বজনা আছে, সেগুলো ভলান্টিয়ার হিসেবে শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করিয়ে নেওয়া যেতে পারে। প্রয়োজনে শিক্ষার্থীদের শ্রমের যথাযথ মূল্য দেওয়া হবে।

মুনজুরুল ইসলাম/এসআর/জিকেএস