ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২১ নভেম্বর ২০২৪

দীর্ঘ চার বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পরীক্ষা শুরু আগামী ৩১ জানুয়ারি। আর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে৷ এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। অর্থাৎ, থাকছে না ‘সেকেন্ড টাইম’ সুযোগ।

আরও পড়ুন

আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফ্রি ১০০ টাকা।

প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজার আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। যেসব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন তাদের ৭০০ টাকা জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফ্রি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফ্রি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

আরএএস/এমকেআর/জেআইএম