ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছাড়লেন শিশির চক্রবর্তী
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে দায়িত্ব ছাড়লেন ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নতুন পদায়নকৃত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী (পিএ টু প্রিন্সিপাল) মাহমুদুর রশীদ দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মুহাম্মদ মকবুল হোসেন সই করা এক আদেশে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে ওএসডি করা হয়।
একই আদেশে কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
গত বছরের ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে অধ্যাপক ডা. মইনুল হকের স্থলাভিষিক্ত করা হয়।
আহমেদ জামিল/জেডএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া
- ২ ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছাড়লেন শিশির চক্রবর্তী
- ৩ প্রকাশ্যে সুস্থ রাজনীতির চর্চা চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- ৪ টাকার অভাবে অপারেশন করাতে পারছেন না রাবিতে নিহত সেই হিমেলের মা
- ৫ সভাপতি হয়ে অপরাধের শীর্ষে ওঠেন জাবি ছাত্রলীগের সোহেল