ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির সঙ্গে অগ্রণী ব্যাংকের শতকোটি টাকার ঋণ চুক্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে ১০০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। গৃহ নির্মাণ ঋণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধযোগ্য এ ঋণ দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি সই করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির পক্ষে রাবি করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক চুক্তিপত্রে সই করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সা’দ আহমেদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম