ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

পাবিপ্রবিতে ছয় সহকারী প্রক্টর ও ১১ ছাত্র উপদেষ্টা নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | পাবিপ্রবি | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১০ অক্টোবর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছয়জন সহকারী প্রক্টর ও ১১ জন ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

রেজিস্ট্রার দপ্তরের পৃথক অফিস আদেশে একযোগে বিশ্ববিদ্যালয়ের ছয়জন সহকারী প্রক্টর ও ১১ জন সহকারী ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর হায়দার, ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক, ইইই বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক নেহাল হাসনাইন, ইংরেজি বিভাগের প্রভাষক ইসমাম আলম, ইউআরপি বিভাগের প্রভাষক সাইমুন নাহার রিতু।

অন্যদিকে সহকারী ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহা. গোলাম সাদেক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবির হাসান।

নিয়োগপ্রাপ্ত অন্যরা হলেন গণিত বিভাগের প্রভাষক মো. আসলাম হোসেন, ইইসিই বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন, ফার্মেসি বিভাগের প্রভাষক আবদুল আলী ভূঁইয়া, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম, ইতিহাস বিভাগের প্রভাষক মোছা. রাহেনা বেগম, সিএসই বিভাগের প্রভাষক নকিব আমান।

পুরাতনদের মধ্যে থেকে পুনরায় দায়িত্বে থাকবেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুজ্জামান প্রামানিক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আসরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক তরুণ দেবনাথ।

অফিস আদেশে বলা হয়, তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

জেডএইচ/জিকেএস