অনার্স দ্বিতীয় বর্ষের সোমবারের পরীক্ষা স্থগিত
![অনার্স দ্বিতীয় বর্ষের সোমবারের পরীক্ষা স্থগিত](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2016May/NU-logo20160506142809.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৫ সালের সোমবারের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা ১০মে মঙ্গলবার বেলা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস