শাবিপ্রবির হল খুলবে ৮ অক্টোবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আবাসিক হলসমূহ ৮ অক্টোবর খুলে দেওয়া হবে। ক্লাস-পরীক্ষা ২০ অক্টোবর থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তিনি বলেন, ৮ অক্টোবর ছেলেদের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। ১৫ অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত আসনে ছাত্রদের হলে ওঠতে হবে।
ক্লাস-পরীক্ষা চালুর বিষয়ে তিনি বলেন, ২০ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে। বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করতে হবে।
নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ৩ দিনব্যাপী ‘সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ’ শুরু শুক্রবার
- ২ রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে ছয় শিক্ষার্থী
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন
- ৪ ঢাবিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ’ উদযাপন
- ৫ ঢাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি কেমন হবে নির্ধারণে বিশেষ কমিটি