ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, আমরা প্রজ্ঞাপন পেয়েছি।

গত মঙ্গলবার বিকেল থেকে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ডাকে শিক্ষার্থীরা।

আহমেদ জুনাইদ/আরএইচ/এমএস