ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বন্যার্ত ও আন্দোলনে হতাহতদের দুদিনের বেতন দেবেন শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৫ আগস্ট ২০২৪

বন্যাদুর্গত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে দুদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে আগস্ট মাসের একদিনের বেতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের স্বজনদের সেপ্টেম্বর মাসের একদিনের বেতন দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (২৪ আগস্ট) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম