ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শিক্ষার্থীদের চাপে ববি উপাচার্যের পদত্যাগ

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২০ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম এবং সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে সই করতে বাধ্য হন উপাচার্য। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন প্রক্টর ও সহকারী প্রক্টর।

পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘বর্তমানে ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি।’

উপাচার্যের পদত্যাগের বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রেজা শরীফ বলেন, স্বৈরাচার হাসিনার দোসর ছিলেন সদ্য সাবেক ভিসি এবং তার প্রশাসন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমনে হেন পদক্ষেপ নেই যা তারা গ্রহণ করেনি। তাই শিক্ষার্থীরাই তাকে পদত্যাগে বাধ্য করেছে।

এর আগে সোমবার আন্দোলন করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা৷ পরবর্তীতে আজ দুপুর ১টার দিকে পদত্যাগ করেন তারা৷

শাওন খান/এফএ/জেআইএম