ববি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. কাইউম উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের নিচতলায় বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য ও প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছেন। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও কোনো প্রশ্নের সম্মুখীন হননি। তারা যতদিন শিক্ষার্থীদের ঘাড়ে চেপে থাকবেন, ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন না।
সমাবেশে আইন বিভাগের সিরাজুল ইসলাম, মার্কেটিং বিভাগের সিহাব, ইংরেজি বিভাগের মিজানুর রহমান মিজান, ইতিহাস বিভাগের মোশারফ হোসেন, বাংলা বিভাগের আশিক আহমেদ প্রমুখ বক্তব্য দেয়।
শাওন খান/এসআর/এমএস