ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির বিরুদ্ধে হত্যা মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৯ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে ৭৬ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে বাদী নিজেই মামলার বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখকে প্রধান আসামি করে ৭৬ জনের নামে হত্যা মামলাটি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক দস্তগীর কাওসার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সাবেক ভিসি ফরিদ উদ্দিন আহমেদ, প্রোভিসি কবির হোসেন, প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, রনজিত সরকার প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে,পুলিশ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে রুদ্র সেনকে ধাওয়া দিয়ে পানিতে ফেলে হত্যা নিশ্চিত করে।

মামলার বাদী হাফিজুল ইসলাম বলেন, আমরা শহীদ রুদ্র সেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেই মামলা করেছি। আদালত দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই আমাদের দাবি।

নাঈম আহমদ শুভ/এসআর/এমএস