ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবির নথিপত্র গায়েবের চেষ্টা, আটকে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ১১ আগস্ট ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু ফাইল এক মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। তবে মাইক্রোবাসটি ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা আটকে দেন। পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

রোববার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে জব্দ ফাইলগুলো রেজিস্ট্রার কার্যালয়ের।

এক ফাইল খুলে দেখা যায়, এটি বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের। গবেষণায় অনিয়মের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান তাকে অপসারণ করেন।

জবির নথিপত্র গায়েবের চেষ্টা, আটকে দিলেন শিক্ষার্থীরা

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এখানে শুধু শিক্ষক নাসির উদ্দীন আহমদের ফাইল নয়, গুরুত্বপূর্ণ অনেক ফাইল মাইক্রোবাসটিতে ছিল। বিভিন্ন টেন্ডার, প্রকল্পের ফাইল এখানে ছিল। অনিয়ম আর দুর্নীতি আড়াল করতে বিশ্ববিদ্যালয় থেকে এসব ফাইল সরিয়ে নেওয়া হচ্ছিল বলে মনে করছেন তারা।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

এর আগে এদিন সকাল থেকে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ভিসি ভবনের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন।

আরএএস/কেএসআর/জেআইএম