কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে বিক্ষোভে অংশ নেওয়ার আগে একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
সোমবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল পর্যন্ত গিয়ে পুনরায় মূল ফটকে এসে মিলিত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র আন্দোলন চত্বর, ব্লু ওয়াটার পার্ক রোড, কোটবাড়ী বিশ্বরোড, কোটবাড়ী অংশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা প্রতিটি যানবাহন চেক করেন। এসময় আন্দোলনকারী কেউ থাকলে তাদের গালিগালাজ, মারধর করে গাড়িতে তুলে আবার ফিরিয়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরাও ক্যাম্পাসে এসে নাশকতা সৃষ্টি করতে পারে, এ খবরে আমরা অবস্থান নিয়েছি। আমাদের অবস্থানের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসের দিকে যেতে পারছেন।
কুবি সমন্বয়কদের অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছি। বিক্ষোভে অংশ নিতে আসার সময় আমাদের একাধিক সহকর্মী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, আজ তেমন কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়নি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো দলের কর্মসূচি করতে দেবো না।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/