ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- ইসকায়া (২৪), শাহিনুর (২৪), ফাহমিদা (২১), সীমা (২১), তামান্না (২৪), সায়মা (২৫), আশিক (২৪), মাহমুদুল (২৩), ইয়াকুব (২১), কাজী নাফিজ আফজাল (২৪), মাসুদ (২৩), সাইমন রেজা (২৬), সাকিব (২২) ও জহির (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার কিছু আগে আন্দোলনকারীরা হলে হলে মিছিল নিয়ে শিক্ষার্থীদের আনতে যান। তারা বিজয় একাত্তর হলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা হলে ঢুকতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয়পক্ষের মধ্যে লাঠিসোঁটা, বাঁশ, রড হাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে।

এদিকে স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণীত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

আরও পড়ুন

সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যদের পাদদেশে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজু ভাস্কর্য এলাকা আগে থেকেই দখল করে রেখেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

দুপুর আড়াইটার দিকে রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায়, চলমান ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

এমএইচএ/ইএ/এমএস